স্বাধীনতার রক্ত-সনদ ✍️ লেখক: Md. Ashfaqur Rahman Tanim 📅 রচনাকাল: ২৬ জুলাই, ২০২৫ আমি সেই তরুণ— যে রক্ত দিয়ে জ্বালিয়েছে স্বপ্নের আগুন। আমি অন্যায়ের রক্তচক্ষু ভেদে দিয়েছি নির্ভিক হানা, আমি চোখে চোখ রেখে দিয়েছি বিদ্রোহের ঘোষণা। আমি শহীদের রক্তে লিখা স্বপ্নের এক সনদ— আমি মুগ্ধ, আমি সাঈদ, আমি বাংলার বজ্রকণ্ঠ আর প্রতিরোধ। আমি চুপ থাকা কণ্ঠে বিদ্রোহের গান, আমি নিপীড়িতদের জেগে ওঠা হাজার স্লোগান। আমি আগুনে পোড়া এক দ্রোহী কণ্ঠ, আমি স্বাধীনতার নিভে যাওয়া বঞ্চিত বণ্ট। আমি রাজপথে শুয়ে থাকা জনতার ব্যথা, আমি সেই স্বপ্ন—যার পেছনে শত শহীদের কথা। আমি সাঈদ—রক্তস্নাত পথিক আমি, স্বাধীনতার অমলপুর, বিপ্লবের সূর্য উঠে যখন আমি ভরসার সুর। বুক পেতে গুলি খেয়ে লিখেছি মুক্তির এই গান, রক্তস্রোতে বোনা স্বপ্ন জাগিয়েছে নতুন জগতে প্রাণ। আমি মুগ্ধ—জল হাতে ছুটে চলা এক পথিক, পিপাসার মিছিলে ছিলাম নিঃস্ব অথচ ঐশ্বরিক। ছিল না কোনো লালচে চাওয়া, কেবল নিঃস্ব দান, তবুও গুলির উত্তরে ঝরে গেল আমার শান্তি-পিয়াসী প্রাণ। ওরা আনল শৃঙ্খল, বাঁধার বীভৎস সুর...